ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভিডিও বার্তায় শাকিব খানের নিমন্ত্রণ    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৫, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:১৯, ২১ এপ্রিল ২০১৮

ঘটা করে নিজের জন্মদিনে ইউটিউব চ্যানেল খুলেছিলেন ঢালিউড কিং শাকিব খান। সেই চ্যানেলের জন্য এখন চলছে নিয়মিত ভিডিওর কাজ।   

তার নমুনা পাওয়া গেল ‘ভাইজান এলো রে’ ছবির একটি ভিডিওর অংশ আপ করার মাধ্যমে। গত ১৯ এপ্রিল শাকিব খান তার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ভাইজান এলো রে’ নিয়ে ইউটিউবে বিশেষ ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি তার ভক্ত-দর্শকদের নিমন্ত্রণ জানিয়েছেন ছবিটি দেখার জন্য।

লন্ডনে গানের শুটিংয়ের ফাঁকে ধারণ করা বিশেষ এই ভিডিওতে শাকিবের সঙ্গে অংশ নেন ওপার বাংলার পায়েল সরকার। পাশাপাশি এই ছবির ‘চলো হাঁটি পায়ে পায়ে’ গানের কিছু অংশ নেচে দেখিয়েছেন এই তারকারা।

ভিডিওতে শাকিব খান বলেন, ‘এই শট নেওয়ার মধ্য দিয়েই শেষ হলো ‘ভাইজান এলো রে, ছবির শুটিং। এটির শেষ কাজ হয়েছে লন্ডনে। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে।’

‘ভাইজান এলো রে’ ছবিতে অভিনয় করেছেন শ্রাবন্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জিসহ দুই বাংলার আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি। এর প্রযোজনায় রয়েছেন ভারতের এস কে মুভিজ। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশ মুক্তি দেওয়া হবে।

এদিকে কলকাতার ১০০টি প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে শাকিব-শ্রাবন্তীর ‘চালবাজ’ ছবিটি। গত ২০ এপ্রিল ছবিটি সেখানে মুক্তি দেওয়া হয়। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি